০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

আইপিএলে কোটিপতি নমনের দুই ইচ্ছা; বাড়ি করা ও প্রয়াত কোচের এতিম বাচ্চার ভরণপোষণ

  • আশিক
  • Update Time : ১০:০৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ১১ Time View

আইপিএলের সৌজন্যে অনেক ক্রিকেটারেরই স্বপ্নপূরণ হয়েছে, হচ্ছে, ভবিষ্যতেও হবে। নমন ধীর তেমনই একজন। এবার আইপিএল নিলামে আরটিএম কার্ড (রাইট টু ম্যাচ) ব্যবহার করে ৫ কোটি ২৫ লাখ রুপিতে কিনে তাঁকে দলে ফিরিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। ২৪ বছর বয়সেই কোটিপতি হওয়ার পর কি করবেন নমন? ‘ভালো দেখে একটি বাড়ি বানাব’—ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন নমন।

নিলামে নমনকে কেনার দৌড়ে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস। কিন্তু গত মৌসুমে খেলা ফ্র্যাঞ্চাইজি ক্লাবটিতেই শেষ পর্যন্ত ফিরতে পারলেন। তবে নমনের কল্পনাতেও ছিল না, নিলামে তাঁর দাম এতটা উঠবে, ‘আমার হৃদয় ধুকপুক করছিল। গত বছর মুম্বাইয়ের হয়ে ভালো একটি মৌসুম কেটেছে। আশা ছিল যে আইপিএলে চুক্তি পাব, কিন্তু এত অর্থকড়ি পাব সেটা আমার দূরতম কল্পনায়ও ছিল না।’

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে পাঞ্জাবের হয়ে রাজকোটে খেলার সময় সংবাদমাধ্যমটিকে এসব কথা বলেছেন নমন।

নমন কিন্তু ক্রিকেটের খুব সহজ পথে উঠে এসে কোটিপতি হননি। পাঞ্জাবের ফরিদকোট থেকে উঠে আসা এই ব্যাটসম্যান তাঁর রাজ্যের অনূর্ধ্ব-১৬ দলে খেলার পরের চার বছর কোনো দলে সুযোগ না পাওয়ার পর ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখা বাদ দিয়েছিলেন। ২০২২ সালে কানাডায় স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেছিলেন নমন।

সেই দিনগুলো স্মরণ করে নমন বলেছেন, ‘পাঞ্জাবের অর্ধেক মানুষই কানাডায় চলে যেতে চায় এবং আমিও ছিলাম তাদের একজন। ২০২২ সালের শুরুতে আমি ক্রিকেট প্রায় ছেড়েই দিয়েছিলাম। আমার বোন কানাডার এডমন্টনে থাকে, আমি সেখানে চলে যেতে চেয়েছিলাম। বাবা বলেছিলেন, নিজেকে (ক্রিকেটে) আর একটি বছর দাও। এরপর ২০২২ সালের ডিসেম্বরে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় আমার। এক বছর পর ২০২৩ সালে মুম্বাই ইন্ডিয়ানস আমাকে দলে নেয়।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিমসটেক সম্মেলনে উদ্দেশ্য থাইল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

আইপিএলে কোটিপতি নমনের দুই ইচ্ছা; বাড়ি করা ও প্রয়াত কোচের এতিম বাচ্চার ভরণপোষণ

Update Time : ১০:০৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

আইপিএলের সৌজন্যে অনেক ক্রিকেটারেরই স্বপ্নপূরণ হয়েছে, হচ্ছে, ভবিষ্যতেও হবে। নমন ধীর তেমনই একজন। এবার আইপিএল নিলামে আরটিএম কার্ড (রাইট টু ম্যাচ) ব্যবহার করে ৫ কোটি ২৫ লাখ রুপিতে কিনে তাঁকে দলে ফিরিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। ২৪ বছর বয়সেই কোটিপতি হওয়ার পর কি করবেন নমন? ‘ভালো দেখে একটি বাড়ি বানাব’—ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন নমন।

নিলামে নমনকে কেনার দৌড়ে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস। কিন্তু গত মৌসুমে খেলা ফ্র্যাঞ্চাইজি ক্লাবটিতেই শেষ পর্যন্ত ফিরতে পারলেন। তবে নমনের কল্পনাতেও ছিল না, নিলামে তাঁর দাম এতটা উঠবে, ‘আমার হৃদয় ধুকপুক করছিল। গত বছর মুম্বাইয়ের হয়ে ভালো একটি মৌসুম কেটেছে। আশা ছিল যে আইপিএলে চুক্তি পাব, কিন্তু এত অর্থকড়ি পাব সেটা আমার দূরতম কল্পনায়ও ছিল না।’

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে পাঞ্জাবের হয়ে রাজকোটে খেলার সময় সংবাদমাধ্যমটিকে এসব কথা বলেছেন নমন।

নমন কিন্তু ক্রিকেটের খুব সহজ পথে উঠে এসে কোটিপতি হননি। পাঞ্জাবের ফরিদকোট থেকে উঠে আসা এই ব্যাটসম্যান তাঁর রাজ্যের অনূর্ধ্ব-১৬ দলে খেলার পরের চার বছর কোনো দলে সুযোগ না পাওয়ার পর ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখা বাদ দিয়েছিলেন। ২০২২ সালে কানাডায় স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেছিলেন নমন।

সেই দিনগুলো স্মরণ করে নমন বলেছেন, ‘পাঞ্জাবের অর্ধেক মানুষই কানাডায় চলে যেতে চায় এবং আমিও ছিলাম তাদের একজন। ২০২২ সালের শুরুতে আমি ক্রিকেট প্রায় ছেড়েই দিয়েছিলাম। আমার বোন কানাডার এডমন্টনে থাকে, আমি সেখানে চলে যেতে চেয়েছিলাম। বাবা বলেছিলেন, নিজেকে (ক্রিকেটে) আর একটি বছর দাও। এরপর ২০২২ সালের ডিসেম্বরে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় আমার। এক বছর পর ২০২৩ সালে মুম্বাই ইন্ডিয়ানস আমাকে দলে নেয়।’