আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে আরও আগে আক্রমণ শুরু করা উচিৎ ছিল রাশিয়ার বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর রয়টার্স।
সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, দেরি না করে আরও আগেই এই অভিযান শুরু করার সিদ্ধান্ত নিতে হতো। এছাড়াও আগেই কেনো ইউক্রেন অভিযানের প্রস্তুতি নেননি। সেটা নিয়ে কিছুটা আফসোস করে বলেন আগে শুরু করলে ইউক্রেন কোন সুযোগ পেতনা।
প্রেসিডেন্ট বলেন, যদি সবকিছু আবার সুযোগ থাকতো, তাহলে পুরো বিষয়টি অন্যভাবে শুরু করতেন তিনি। ভালো করে প্রস্তুতি নেয়ার সময় দিতেন সেনাদের। এসময়, নিজের ওপর যুদ্ধের প্রভাব নিয়েও কথা বলেন তিনি বলেন শত্রুকে কিভাবে মোকাবিলা করতে হয় তা ভালোভাবে জানে রাশিয়া।