০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

ইশরাককে শপথ না পড়ানোর রিটের আদেশ বৃহস্পতিবার

  • রিপোর্টার
  • Update Time : ০১:২৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ৬ Time View

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর নিয়ে রিটের আদেশ বৃহস্পতিবার দেয়া হবে।

উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের ওপর বুধবারও শুনানি হয় দ্বিতীয় দিনের মতো। আগের দিন মঙ্গলবার শুনানি শেষে বুধবার আদেশ দেয়ার কথা জানিয়েছিল।

বুধবার এ নিয়ে শুনানি শেষে বৃহস্পতিবার রায় ঘোষণার কথা জানায় আদালত।

হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।

এর আগে বুধবার সকাল থেকে হাইকোর্ট সংলগ্ন মৎস ভবন এলাকার রাস্তা আটকে বিক্ষোভ শুরু করে ইশরাক হোসেন সমর্থকরা।

বিক্ষোভের কারণে কাকরাইল, মৎসভবন, হাইকোর্ট ও আশাপাশের এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায় সকাল থেকে।

এই কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণ করতে দেখা যায়। সেখান থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগও দাবি করা হয়।

এদিকে গত ছয় দিন ঢাকাবাসী ব্যানারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে এই বিক্ষোভ চললেও বুধবার বিক্ষোভ অনুষ্ঠিত হয় হাইকোর্ট সংলগ্ন মৎসভবন ও আশেপাশের এলাকায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

অভিনেত্রী শাওন সহ ১২ জনকে দেশত্যাগের নিষেধাজ্ঞা দিল আদালত

ইশরাককে শপথ না পড়ানোর রিটের আদেশ বৃহস্পতিবার

Update Time : ০১:২৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর নিয়ে রিটের আদেশ বৃহস্পতিবার দেয়া হবে।

উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের ওপর বুধবারও শুনানি হয় দ্বিতীয় দিনের মতো। আগের দিন মঙ্গলবার শুনানি শেষে বুধবার আদেশ দেয়ার কথা জানিয়েছিল।

বুধবার এ নিয়ে শুনানি শেষে বৃহস্পতিবার রায় ঘোষণার কথা জানায় আদালত।

হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।

এর আগে বুধবার সকাল থেকে হাইকোর্ট সংলগ্ন মৎস ভবন এলাকার রাস্তা আটকে বিক্ষোভ শুরু করে ইশরাক হোসেন সমর্থকরা।

বিক্ষোভের কারণে কাকরাইল, মৎসভবন, হাইকোর্ট ও আশাপাশের এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায় সকাল থেকে।

এই কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণ করতে দেখা যায়। সেখান থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগও দাবি করা হয়।

এদিকে গত ছয় দিন ঢাকাবাসী ব্যানারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে এই বিক্ষোভ চললেও বুধবার বিক্ষোভ অনুষ্ঠিত হয় হাইকোর্ট সংলগ্ন মৎসভবন ও আশেপাশের এলাকায়।