০২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রাম করছে জামায়াত : ডা. শফিকুর রহমান

  • রিপোর্টার
  • Update Time : ০৭:৪৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ৪ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী শুধু ভোট বা নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক দল নয়। বরং আমরা আর্ত-মানবতার মুক্তি ও সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন করে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে আপোষহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছি।

কোনো বিষয়ে কথা বলা, বক্তব্য দেওয়া বা মন্তব্য করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর বাংলাদেশের আমির। তিনি বলেন, দেশের প্রতিটি ব্যাপারে দলের দায়িত্বশীলদের সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো উসকানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না।

গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে দলের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির শফিকুর রহমান।

এই বৈঠকে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, নায়েবে আমিরেরা এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং জামায়াতের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, বর্তমানে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে। এ অবস্থায় সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। জুলাই আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা ঐক্য বুকে ধারণ করে মানবিক বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

দলের নেতাদের উদ্দেশে জামায়াত আমির বলেন, দেশের প্রতিটি ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো কথা এবং বক্তব্য বা মন্তব্য করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো উসকানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না। সর্বোপরি সব শ্রেণি–পেশার মানুষদের সঙ্গে নিয়ে মানবিক বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

শেখ হাসিনার অবৈধ সম্পদ অনুসন্ধানে টিম গঠন করলো দুদক

ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রাম করছে জামায়াত : ডা. শফিকুর রহমান

Update Time : ০৭:৪৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী শুধু ভোট বা নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক দল নয়। বরং আমরা আর্ত-মানবতার মুক্তি ও সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন করে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে আপোষহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছি।

কোনো বিষয়ে কথা বলা, বক্তব্য দেওয়া বা মন্তব্য করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর বাংলাদেশের আমির। তিনি বলেন, দেশের প্রতিটি ব্যাপারে দলের দায়িত্বশীলদের সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো উসকানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না।

গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে দলের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির শফিকুর রহমান।

এই বৈঠকে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, নায়েবে আমিরেরা এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং জামায়াতের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, বর্তমানে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে। এ অবস্থায় সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। জুলাই আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা ঐক্য বুকে ধারণ করে মানবিক বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

দলের নেতাদের উদ্দেশে জামায়াত আমির বলেন, দেশের প্রতিটি ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো কথা এবং বক্তব্য বা মন্তব্য করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো উসকানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না। সর্বোপরি সব শ্রেণি–পেশার মানুষদের সঙ্গে নিয়ে মানবিক বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা পালন করতে হবে।