০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

‘এ আর রহমান বাবার মতো’ পরকীয়ার গুঞ্জনে মোহিনী

  • Mehedi
  • Update Time : ০৮:৫১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • ১০ Time View

সম্প্রতি হঠাৎ করেই সামাজিকমাধ্যমে সায়রা বানুর সঙ্গে ২৯ বছরের সংসারের ডিভোর্সের ঘোষণা করেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। এই ঘোষণার কয়েক ঘণ্টা পরেই রহমানের সহশিল্পী মোহিনী দেও স্বামী ম্যাকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন।

এই দুই ঘটনার যোগসূত্র খুঁড়ে নানা জল্পনা ছড়াতে থাকে। গুঞ্জন রটেছে, রহমান-সায়রা বানুর ডিভোর্সের নেপথ্যে নাকি পরকীয়া!

এ আর রহমান ও মোহিনীর পরকীয়ার গুঞ্জন নিয়ে রহমান কোনও মন্তব্য না করলেও, তার আইনজীবী নসাৎ করেছে এই খবর। এবার একটি ভিডিও পোস্ট করে ঝাঁঝালো উত্তর দিলেন বঙ্গললনা মোহিনী। স্পষ্টই জানালেন, রহমান তার কাছে পিতৃসম!

সোমবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন মোহিনী। সঙ্গে লম্বা ক্যাপশন। সেখানে মোহিনী জানান, খুব অবাক লাগছে, চারিদিকে আমাকে আর রহমানকে নিয়ে যে ধরনের ভুয়া খবর রটেছে। সংবাদমাধ্যমরা যেভাবে পুরো বিষয়টাকে নিয়ে কেচ্ছা করছে, তা সত্য়িই ক্রাইমের পর্যায় পরে। আমার জীবনে পিতৃপ্রতিম অনেকেই রয়েছেন। তাঁদর মধ্যে অন্যতম রহমান। আট বছরেরও বেশি সময় তার সঙ্গে কাজ করেছি। অকারণ কলঙ্কিত করা হচ্ছে।

২৯ বছরের মোহিনী দে, কলকাতার মেয়ে। এ আর রহমানের সঙ্গে দেশে-বিদেশে প্রায় ৪০ টি শোয়ে পারফর্ম করেছেন তিনি। ২০২৩ সালের আগস্ট মাসে নিজের অ্য়ালবামও প্রকাশ করেছেন। শোনা যায়, রহমানের খুবই পছন্দের শিল্পী তিনি।

মোহিনী তার পোস্টে লেখেন, হৃদয়ে খুবই বেদনা নিয়ে এটা জানাচ্ছি, যে মার্ক এবং আমি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। এই বিচ্ছেদ একেবারেই দুজনের সিদ্ধান্ত। দুজনে আলাদা হলেও, আমরা খুব ভালো বন্ধু থাকব এবং ম্যাকের সঙ্গে কাজেও যুক্ত থাকব। আমরা দুজনেই মিলে অনেকগুলো প্রোজেক্টে কাজ করছি। সেটা সফলভাবেই শেষ হবে। আমাদের এই সিদ্ধান্তকে সম্মান জানান আপনারা, এটাই সবার কাছে চাইব।

অন্যদিকে, ১৯৯৫ সালে রহমান ও সায়রা বানুর বিয়ে হয়েছিল। দেখাশোনা করেই নাকি এই বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ ২৯ বছর তারা একসঙ্গে কাটিয়েছেন। খাতিজা, রহিমা ও আমিন, তিন সন্তানের জন্ম হয়েছে। ইতোমধ্যেই মেয়ে খাতিজার বিয়েও হয়ে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিমসটেক সম্মেলনে উদ্দেশ্য থাইল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

‘এ আর রহমান বাবার মতো’ পরকীয়ার গুঞ্জনে মোহিনী

Update Time : ০৮:৫১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

সম্প্রতি হঠাৎ করেই সামাজিকমাধ্যমে সায়রা বানুর সঙ্গে ২৯ বছরের সংসারের ডিভোর্সের ঘোষণা করেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। এই ঘোষণার কয়েক ঘণ্টা পরেই রহমানের সহশিল্পী মোহিনী দেও স্বামী ম্যাকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন।

এই দুই ঘটনার যোগসূত্র খুঁড়ে নানা জল্পনা ছড়াতে থাকে। গুঞ্জন রটেছে, রহমান-সায়রা বানুর ডিভোর্সের নেপথ্যে নাকি পরকীয়া!

এ আর রহমান ও মোহিনীর পরকীয়ার গুঞ্জন নিয়ে রহমান কোনও মন্তব্য না করলেও, তার আইনজীবী নসাৎ করেছে এই খবর। এবার একটি ভিডিও পোস্ট করে ঝাঁঝালো উত্তর দিলেন বঙ্গললনা মোহিনী। স্পষ্টই জানালেন, রহমান তার কাছে পিতৃসম!

সোমবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন মোহিনী। সঙ্গে লম্বা ক্যাপশন। সেখানে মোহিনী জানান, খুব অবাক লাগছে, চারিদিকে আমাকে আর রহমানকে নিয়ে যে ধরনের ভুয়া খবর রটেছে। সংবাদমাধ্যমরা যেভাবে পুরো বিষয়টাকে নিয়ে কেচ্ছা করছে, তা সত্য়িই ক্রাইমের পর্যায় পরে। আমার জীবনে পিতৃপ্রতিম অনেকেই রয়েছেন। তাঁদর মধ্যে অন্যতম রহমান। আট বছরেরও বেশি সময় তার সঙ্গে কাজ করেছি। অকারণ কলঙ্কিত করা হচ্ছে।

২৯ বছরের মোহিনী দে, কলকাতার মেয়ে। এ আর রহমানের সঙ্গে দেশে-বিদেশে প্রায় ৪০ টি শোয়ে পারফর্ম করেছেন তিনি। ২০২৩ সালের আগস্ট মাসে নিজের অ্য়ালবামও প্রকাশ করেছেন। শোনা যায়, রহমানের খুবই পছন্দের শিল্পী তিনি।

মোহিনী তার পোস্টে লেখেন, হৃদয়ে খুবই বেদনা নিয়ে এটা জানাচ্ছি, যে মার্ক এবং আমি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। এই বিচ্ছেদ একেবারেই দুজনের সিদ্ধান্ত। দুজনে আলাদা হলেও, আমরা খুব ভালো বন্ধু থাকব এবং ম্যাকের সঙ্গে কাজেও যুক্ত থাকব। আমরা দুজনেই মিলে অনেকগুলো প্রোজেক্টে কাজ করছি। সেটা সফলভাবেই শেষ হবে। আমাদের এই সিদ্ধান্তকে সম্মান জানান আপনারা, এটাই সবার কাছে চাইব।

অন্যদিকে, ১৯৯৫ সালে রহমান ও সায়রা বানুর বিয়ে হয়েছিল। দেখাশোনা করেই নাকি এই বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ ২৯ বছর তারা একসঙ্গে কাটিয়েছেন। খাতিজা, রহিমা ও আমিন, তিন সন্তানের জন্ম হয়েছে। ইতোমধ্যেই মেয়ে খাতিজার বিয়েও হয়ে গেছে।