Rising Post

কারাগারে থাকে পদত্যাগ করলেন মাদারীপুর জেলা আ. লীগ সভাপতি

মাদারীপুর প্রতিনিধি: হত্যা মামলায় কারাগারে থাকাকালীন সময় পদত্যাগের ঘোষণা দিয়েছেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা।

একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে তিনি মাদারীপুর জেলা কারাগারে আছেন।তার আইনজীবী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত চাটার্জী বাপ্পী ও তার স্ত্রী অধ্যাপক শাবানা শাহিন বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহাবুদ্দিন আহমেদ মোল্লা বর্তমানে মাদারীপুর জেলা কারাগারে একাধিক ফৌজদারি মামলায় আটক আছেন।

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদের স্ত্রী অধ্যাপিকা শাবানা শাহীন জানান, তার স্বামী শাহাবুদ্দিন আহমেদ ২৫ অক্টোবর পদত্যাগ করেছেন। তিনি পুলিশ সুপারের কাছে এক লিখিত এক আবেদনেও পদত্যাগের বিষয়টি উল্লেখ করেছেন।

অ্যাডভোকেট সুজিত চাটার্জী বাপ্পী জানান, শুক্রবার (২৫ অক্টোবর) তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে শাহাবুদ্দিন আহমেদ মোল্লা লিখিতভাবে পদত্যাগ করেছেন। শাহাবুদ্দিন মোল্লা জেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগের কথা আজ প্রকাশ্য আদালতে উপস্থিত সবাইকে জানিয়েছেন।

তিনি আরও জানান, শাহাবুদ্দিন আহমেদ মোল্লার নামে যেসব মামলা দায়ের করা হয়েছে, সেই ঘটনার সময় তিনি বিদেশে ছিলেন। এছাড়াও তার বুকে পেস-মেকার লাগানো হয়েছে এবং তিনি হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তার ব্রংকাইটিস এজমার কারণে দিনে কয়েকবার নেবুলাইজার ব্যবহার করতে হয়। শারীরিক অসুস্থতার কারণে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তবে ব্যাপারে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Facebook
Pinterest
LinkedIn
WhatsApp
Edit Content
Scroll to Top

শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

ভিডিও স্টোরি

ভিডিও স্টোরি

ভিডিও স্টোরি

ভিডিও স্টোরি

ভিডিও স্টোরি