১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

গোসাইরহাটে ভিজিএফ চাল বিতরণ নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪

  • রিপোর্টার
  • Update Time : ০৩:০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ৯ Time View

Oplus_131072

শরিয়তপুর প্রতিনিধি:শরীয়তপুর জেলার   গোসাইরহাট উপজেলায়  ভিজিএফ চাল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ককটেল বিস্ফোরণে অন্তত ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার সামন্তসার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

নতুন রাজনৈতিক দলের নিবন্ধনে ইসির জারিকৃত গণবিজ্ঞপ্তি স্থগিত করলেন হাইকোর্ট

আহতরা হলেন, চর সামন্তসার এলাকার কবির হোসেন মাওলানা (৪৮), আনোয়ার হোসেন হাওলাদার (৪২), জামাল মোল্লা (৫০) ও স্থানীয় ইউপি সংরক্ষিত মহিলা সদস্য রেহানা বেগম (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ঈদ উপলক্ষে সামন্তসার ইউনিয়ন পরিষদে ৬০০ পরিবারের মাঝে ভিজিএফ’র ১০ কেজি চাল বিতরণ কর্মসূচি চলছিল। এরমধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি তারেক আজিজ মোবারক ঢালীর পক্ষের লোক হিসেবে পরিচিত সাবেক ধর্মবিষয়ক সম্পাদক কবির মাওলানা, ইউনিয়নের সাবেক সভাপতি বাবুল মাষ্টার ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মাদবরকে ২০০ ভিজিএফ স্লিপ দেন। তবে স্লিপের কার্ডধারী মানুষদের চাল দিতে বাধা দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন নান্টু খান। অভিযোগ, এসময় নান্টু খান লোকজন নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং প্রতিপক্ষের লোকদের ওপর হামলা চালায়। এতে আহত হয় চারজন।

এ বিষয়ে নান্টু খান বলেন, মোবারক ঢালী গোসাইরহাট উপজেলার হলেও তিনি ও তার লোকজন সামন্তসার ইউনিয়নে এসে প্রভাব বিস্তার করতে চান। আমার সঙ্গে পরামর্শ না করে তার লোকজনকে ২০০ স্লিপ দেয়া হয়। এ বিষয় নিয়েই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

অন্যদিকে তারেক আজিজ মোবারক ঢালী বলেন, ইউপি নির্বাচনের পর থেকে নান্টু খানের সঙ্গে আমার লোকজনের দ্বন্দ্ব চলছে। আজ আবার নান্টু খান আমার লোকজনকে চাল দিতে বাধা দেয়। আবার আমার লোকজনের ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায়। হামলায় আমাদের লোকজন আহত হয়।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদ আলম বলেন, ভিজিএফ চাল দেয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

সমাজসেবক, শিক্ষানুরাগী মো. জহিরুল হক স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোসাইরহাটে ভিজিএফ চাল বিতরণ নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪

Update Time : ০৩:০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

শরিয়তপুর প্রতিনিধি:শরীয়তপুর জেলার   গোসাইরহাট উপজেলায়  ভিজিএফ চাল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ককটেল বিস্ফোরণে অন্তত ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার সামন্তসার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

নতুন রাজনৈতিক দলের নিবন্ধনে ইসির জারিকৃত গণবিজ্ঞপ্তি স্থগিত করলেন হাইকোর্ট

আহতরা হলেন, চর সামন্তসার এলাকার কবির হোসেন মাওলানা (৪৮), আনোয়ার হোসেন হাওলাদার (৪২), জামাল মোল্লা (৫০) ও স্থানীয় ইউপি সংরক্ষিত মহিলা সদস্য রেহানা বেগম (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ঈদ উপলক্ষে সামন্তসার ইউনিয়ন পরিষদে ৬০০ পরিবারের মাঝে ভিজিএফ’র ১০ কেজি চাল বিতরণ কর্মসূচি চলছিল। এরমধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি তারেক আজিজ মোবারক ঢালীর পক্ষের লোক হিসেবে পরিচিত সাবেক ধর্মবিষয়ক সম্পাদক কবির মাওলানা, ইউনিয়নের সাবেক সভাপতি বাবুল মাষ্টার ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মাদবরকে ২০০ ভিজিএফ স্লিপ দেন। তবে স্লিপের কার্ডধারী মানুষদের চাল দিতে বাধা দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন নান্টু খান। অভিযোগ, এসময় নান্টু খান লোকজন নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং প্রতিপক্ষের লোকদের ওপর হামলা চালায়। এতে আহত হয় চারজন।

এ বিষয়ে নান্টু খান বলেন, মোবারক ঢালী গোসাইরহাট উপজেলার হলেও তিনি ও তার লোকজন সামন্তসার ইউনিয়নে এসে প্রভাব বিস্তার করতে চান। আমার সঙ্গে পরামর্শ না করে তার লোকজনকে ২০০ স্লিপ দেয়া হয়। এ বিষয় নিয়েই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

অন্যদিকে তারেক আজিজ মোবারক ঢালী বলেন, ইউপি নির্বাচনের পর থেকে নান্টু খানের সঙ্গে আমার লোকজনের দ্বন্দ্ব চলছে। আজ আবার নান্টু খান আমার লোকজনকে চাল দিতে বাধা দেয়। আবার আমার লোকজনের ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায়। হামলায় আমাদের লোকজন আহত হয়।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদ আলম বলেন, ভিজিএফ চাল দেয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।