দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক:ময়মনসিংহের গৌরীপুরে (৪ মে ) বিকেলে সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব’ প্রতিপাদ্যে বর্ণিল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এতে অংশগ্রহন করে গৌরীপুর প্রেসক্লাব, গৌরীপুর সাংবাদিক ফোরাম ও মফস্বল সাংবাদিক ফোরাম। পরে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব। প্রধান বক্তা সাংবাদিকদের অধিকার নিয়ে আলোচনা করেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের যুগ্ম সাধারণ সম্পাদক আমানউল্লাহ আকন্দ জাহাঙ্গীর।
আরও পড়ুন
জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে নারীরা কর্মক্ষেত্রে নিরাপদ থাকবে:ডাঃ শফিকুর রহমান
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল মালিক, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, অবরুদ্ধ সময়ের কবিতা’র সম্পাদক এহসান হাবিব, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, গৌরীপুর রির্পোটার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবীর হিরা, সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন প্রমুখ।