নিজস্ব প্রতিবেদক:ময়মনসিংহের গৌরীপুর বুধবার ( ২৬ মার্চ ) শ্রমিকনেতা হরমুজ আলীর ১২ তম মৃত্যু বার্ষিকী মামুদ নগর তার নিজ বাড়িতে আসরবাদ সীমিত পরিসরে এবং পারিবারিক ভাবে পালিত হয়েছে। জানাগেছে, মরহুম হরমুজ আলী ছিলেন ৬ নং বোকাইনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি এবং তার পিতা মরহুম নমুজ খাঁ ছিলেন তৎকালীন রিলিফ কমিটির মেম্বার। প্রতি বছরই পারিবারিক ভাবে মরহুম তরমুজ আলী মৃত্যু বার্ষিকী পালন করা হয়ে থাকে। পরশমনি তার মরহুম পিতা হরমুজ আলীর আত্নার মাগফেরাত কামনা সহ মরহুমের বেহেস্ত নসীব করার জন্য সকলের কাছে দোয়া চান। তিনি তার পিতা মরহুম হরমুজ আলীর মৃত্যু বার্ষিকী প্রতি বছর নিজ উদ্যোগে পালন করে থাকেন বলেও জানাগেছে।
উল্লেখ্য, মরহুম হরমুজ আলীর কনিষ্ঠ কন্যা পরশমণি গৌরীপুর এসিক নারী কল্যাণ সদস্য ও (Ajkerdhaka 24. com) আজকের
ঢাকা ২৪ ডটকমের মহিলা সংবাদদাতা হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বিগত সময়ে দৈনিক নবকল্যাণ, সময়বিডি ডটকম সহ অন্যান্য পত্রিকায়ও মহিলা সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন । এ ছাড়াও তিনি সামাজিক ও জনকল্যাণ কর কাজেও এগিয়ে আসেন।