মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান (বাঁয়ে) ও (ডানে)পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১১ বছর পর একক কমিটি হয়েছে এ উপজেলায়।
১০১ সদস্যের উপজেলা বিএনপির কমিটিতে আহ্বায়ক হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান ও সদস্যসচিব আজিজুল হক। কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আরও ২৪ জনকে।
পৌর বিএনপির ৯৫ সদস্যবিশিষ্ট কমিটিতে আলী আকবর আনিসকে আহ্বায়ক ও সুজিত কুমার দাসকে সদস্যসচিব করা হয়েছে। কমিটিতে ২৩ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। ১৩ মে গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠন করে জেলা উত্তর বিএনপি। জেলা উত্তর বিএনপির আহ্বায়ক এ কে এম এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।
কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে আজ বুধবার(২১ মে) জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার সাংবাদিকদের জানান, ‘সকল পক্ষকে সমন্বয় করে কমিটি দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবার যে কমিটি গঠন করা হয়েছে, তার মাধ্যমে অভ্যন্তরীণ বিবাদ মিটিয়ে নতুন উদ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে এটাই দলীয় নেতা-কর্মীদের প্রত্যাশা।