০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

জন্মদিনের সকল অনুষ্ঠান বাতিল করলেন তারেক জিয়া

  • রিপোর্টার
  • Update Time : ০৩:৪০:০০ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ১৭ Time View

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে এবার কোনো অনুষ্ঠান করা হবে না বলে জানিয়েছে দলটি। কোনো নেতাকর্মী করে থাকলে তার বিরুদ্ধে নেয়া হবে সাংগঠনিক ব্যবস্থা।

সোমবার (১১ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতাকর্মীদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে, ওই দিন তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান পালিত হবে না।

এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চলতি বছরের ২০ নভেম্বর ৬০ বছরে পা দেবেন তারেক রহমান। ১৯৬৫ সালে তার জন্ম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এক-এগারো সরকারের সময়ে চিকিৎসার জন্য লন্ডনে যান। এখনও সেখানে রয়েছেন।

দেশে রাজনৈতিক পটপরিবর্তনে শিগগিরই তিনি দেশে ফিরে আসবেন বলে প্রত্যাশা নেতাকর্মীদের। যদিও এখন পর্যন্ত এ সংক্রান্ত সব আইনি প্রক্রিয়া শেষ হয়নি।

পিতার গড়া বিএনপির বগুড়া জেলার গাবতলী থানা কমিটির সদস্য হিসেবে রাজনৈতিক জীবনের যাত্রা শুরু হয় তারেক রহমানের। মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে তিনি বিএনপিতে যুক্ত হন। ২০০১ সালের নির্বাচনে মায়ের পাশাপাশি তারেক রহমানও দেশব্যাপী নির্বাচনী প্রচার চালান। ২০১৬ সালের ১৯ মার্চ ষষ্ঠ কাউন্সিলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

নির্বাচন কমিশন পূর্ণগঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইসির সামনে বিক্ষোভ করবে এনসিপি

জন্মদিনের সকল অনুষ্ঠান বাতিল করলেন তারেক জিয়া

Update Time : ০৩:৪০:০০ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে এবার কোনো অনুষ্ঠান করা হবে না বলে জানিয়েছে দলটি। কোনো নেতাকর্মী করে থাকলে তার বিরুদ্ধে নেয়া হবে সাংগঠনিক ব্যবস্থা।

সোমবার (১১ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতাকর্মীদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে, ওই দিন তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান পালিত হবে না।

এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চলতি বছরের ২০ নভেম্বর ৬০ বছরে পা দেবেন তারেক রহমান। ১৯৬৫ সালে তার জন্ম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এক-এগারো সরকারের সময়ে চিকিৎসার জন্য লন্ডনে যান। এখনও সেখানে রয়েছেন।

দেশে রাজনৈতিক পটপরিবর্তনে শিগগিরই তিনি দেশে ফিরে আসবেন বলে প্রত্যাশা নেতাকর্মীদের। যদিও এখন পর্যন্ত এ সংক্রান্ত সব আইনি প্রক্রিয়া শেষ হয়নি।

পিতার গড়া বিএনপির বগুড়া জেলার গাবতলী থানা কমিটির সদস্য হিসেবে রাজনৈতিক জীবনের যাত্রা শুরু হয় তারেক রহমানের। মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে তিনি বিএনপিতে যুক্ত হন। ২০০১ সালের নির্বাচনে মায়ের পাশাপাশি তারেক রহমানও দেশব্যাপী নির্বাচনী প্রচার চালান। ২০১৬ সালের ১৯ মার্চ ষষ্ঠ কাউন্সিলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান।