আন্তর্জাতিক ডেস্ক: নারীর ঊরুতে ‘দেবতা’র ছবি আঁকায় গ্রেপ্তার হয়েছেন এক ট্যাটু শিল্পী।ভারতে ওডিশা রাজ্যের ভুবনেশ্বরে এই ঘটনা ঘটে। তার বিরুদ্ধে অভিযোগ স্থানীয় ওই দেবতার ছবি ঊরুতে এঁকে অনুভূতিতে আঘাত দিয়েছেন তিনি।
গত মঙ্গলবার যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওই ট্যাটু পারলারের মালিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মালিক ৩৩ বছর বয়সী রকি রঞ্জন বিসোই জানিয়েছেন, তার পারলারের ২৫ বছর বয়সী শিল্পী অশ্বিনী কুমার ইতালীয় ওই নারীর অনুরোধে ট্যাটুটি এঁকেছেন।
এর আগে রকি তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ওই নারী এবং ট্যাটুর একটি ছবি পোস্ট করেছিলেন। পরে সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিবাদের মুখে তিনি পোস্টটি মুছে ফেলেন। িরকির নামে পুলিশের কাছে অভিযোগ করেন একজন সমাজকর্মী। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ‘এক বিদেশি নারীর ঊরুতে ভগবান জগন্নাথের ট্যাটু আঁকা হয়েছে, এটি অত্যন্ত আপত্তিকর।’
অভিযোগে আরও বলা হয়, ‘এই ট্যাটুটি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং আমরা এর জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানাই।’
জগন্নাথ হলেন ওডিশার পুরীতে অবস্থিত বিখ্যাত জগন্নাথ মন্দিরের প্রধান দেবতা। এই মন্দির হিন্দুদের কাছে অন্যতম প্রধান তীর্থস্থান।
অভিযুক্ত নারী নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন এবং জানিয়েছেন, তিনি ভগবান জগন্নাথের একনিষ্ঠ ভক্ত। দেবতাকে অবমাননা করার কোনো উদ্দেশ্য তার ছিল না।