Rising Post

পাকিস্তানে রেলওয়ে স্টেশনে ভয়াবহ বোম বিস্ফোরণ, নিহত ২৪,দায় স্বীকার জঙ্গি গোষ্ঠীর

পাকিস্তানের কোয়েটা রেলস্টেশনে বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। শনিবারের এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৩ জন। কোয়েটার সিনিয়র সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) মোহাম্মদ বালোচ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। খবর ডনের।

তিনি বলেন, ঘটনাটি ‘আত্মঘাতী বিস্ফোরণ’ বলে মনে হচ্ছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে।এসএসপি বালোচ সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বিস্ফোরণের সময় একটি ট্রেন পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্ল্যাটফর্মে প্রস্তুতি নিচ্ছিল।এদিকে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এ বিস্ফোরণের দায় স্বীকার করেছে।কমিশনার বলেন, লাগেজে করে বোম নিয়ে স্টেশনে প্রবেশ করা হয়। কোনো ব্যক্তির যদি ইচ্ছা থাকে যে তিনি আত্মঘাতী হামলা চালাবেন তাহলে সেটা থামানো অনেক কঠিন।

কর্মকর্তরা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Facebook
Pinterest
LinkedIn
WhatsApp
Edit Content
Scroll to Top

শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

ভিডিও স্টোরি

ভিডিও স্টোরি

ভিডিও স্টোরি

ভিডিও স্টোরি

ভিডিও স্টোরি