বরিশাল প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পাতারহাট মধ্যবাজার সৈয়দ ভবনে ইসলামী ব্যাংকের নতুন উপ-শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার বেলা ১১ টায় ব্যাংকের উদ্বোধন করেন প্রধান অতিথি ড.এম কামাল উদ্দীন জসীম,ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
আরও পড়ুন
চাঁদা বাজরা দেশের শত্রু,তারা যেন ক্ষমতায় যেতে না পারে:হাসনাত আব্দুল্লাহসমাজের সর্বস্তরের মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বরিশালের নদী বেষ্টিত মেহেন্দীগন্জ উপজেলায় পাতার হাট বন্দরে ইসলামী ব্যাংক পিএলসির উপ শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) বরিশালের মেহেন্দীগন্জ উপজেলার ঐতিহাসিক পাতার হাট বন্দরের মধ্যে বাজার সৈয়দ ভবনে ২য় তলায় এই উপ শাখার উদ্বোধন করেন ইসলামী ব্যাংক পিএলসি’র ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক ড.এম কামাল উদ্দীন জসীম। এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দীগন্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, ব্যাবসায়ীরা। ব্যাংকের শাখা প্রাঙ্গণে একটি এটিএম বুথও উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক ড. কামাল উদ্দিন জসিম বলেন, বর্তমান সময়ে ব্যাংকিং সেক্টরে গ্রাহকের আস্থার নাম ইসলামী ব্যাংক পিএলসি। আমরা আশা করছি, ইসলামী ব্যাংকের এই শাখার মাধ্যমে অত্র এলাকার সার্বিক ব্যবসা-বাণিজ্যের অধিকতর উন্নয়ন হবে। এই ব্যাংকের প্রতি গ্রাহকদের পূর্ণ আস্থা রয়েছে। তাই গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে এবং সমাজের সর্বস্তরের মানুষদেরকে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ইসলামী ব্যাংক প্রতিনিয়ত শাখা ও উপশাখা সম্প্রসারণ করে যাচ্ছে। আমরা আশা করছি, আমাদের এই সেবার কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।
আরও পড়ুন
বাংলাদেশকে সাম্প্রদায়িক সবক দিতে হবেনা,ভারতের উদ্দেশ্য জামায়াতের আমীর
তিনি বলেন, ইসলামী ব্যাংক গ্রাহকদের সকল ধরনের আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। দেশের অর্থনীতিকে বেগবান করা এবং অধিকহারে জনগণকে ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষ্যেই ইসলামী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্যাংকিং সেক্টর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আমরা আশা করছি, আমাদের এই মেহেন্দীগন্জ শাখা দেশের সার্বিক অর্থনীতিসহ অত্র এলাকার ব্যবসা-বাণিজ্যের অধিকতর উন্নয়নে অবদান রাখবে।
ব্যাংকের মেহেন্দীগন্জ শাখার ব্যবস্থাপক উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। ব্যাংকের গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে শাখা প্রাঙ্গণে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।