নিজস্ব প্রতিনিধি:বরিশাল জেলার হিজলা উপজেলায় দক্ষিণ গুয়াবাড়িয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে এতিম ছাত্র ও আলেম ওলামাদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন তারা।
আরও পড়ুন
গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে চালু হলো ‘হেল্প’ অ্যাপ
অনুষ্ঠানে স্থানীয়দের সঙ্গে উপস্থিত ছিলেন সমাজকর্মী ও সাংবাদিক মাহাবুবুল হক সুমন তালুকদার,সাংবাদিক রোকন খান, বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় জনগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক, ঢাকা মহানগর বিএনপির আইনি সহায়তা সেলের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান।
উল্লেখ্য, এর আগে শনিবার বড়জালিয়ার মেঘনা বাজারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উভয় অনুষ্ঠানেই দেশ ও জাতির পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাত হয়। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আনিসুর রহমান বলেন, মাহে রমজানের শিক্ষা থেকে সকলকে জীবন গড়ার আদর্শ গ্রহণ করতে হবে। যে আদর্শ দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মকে জাতির হাল ধরার জন্য নীতি ও নৈতিকতা চর্চার আহ্বান জানান।