স্টাফ রিপোর্টার:বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বেইজিংয়ে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে চীন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গতকাল রাত ১০টা ২০ মিনিটে ড. ইউনূস হাইয়ান প্রদেশ থেকে দেশটির রাজধানী বেইজিং পৌঁছান। এয়ারপোর্টে প্লেন থেকে নামতেই তাঁকে ফুলেল শুভেচ্ছা জানায় চীন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দেশটির ভাইস মিনিস্টার সান উইডং।
বিমান থেকে নামার পর ড. ইউনূস তাঁর সম্মানার্থে সম্মানজনক লাল গালিচা ধরে হেঁটে যান। এ সময় দেশটির সামরিক বাহিনীর সদস্যরা ‘গার্ড অব অনার’ দেন এবং প্রধান উপদেষ্টা গার্ড পরিদর্শন করেন। আজ সকালে বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ড. ইউনূসের। প্রধান উপদেষ্টা হিসেবে এটিই ড. ইউনূসের প্রথম চীন সফর।
এর আগে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে গত ২৬ মার্চ চীনের হাইয়ান প্রদেশে পৌঁছান তিনি। পরদিন ২৭ মার্চ সেখানে ব্যস্ত সময় পার করেন ড. ইউনূস।
এর আগে বিএফএ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতায় এশীয় দেশগুলোকে উজ্জ্বল ভবিষ্যৎ ও যৌথ সমৃদ্ধির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানান অধ্যাপক ইউনূস। এশিয়ার দেশগুলোর মধ্যে দুর্বল সংযুক্তি বিনিয়োগ ও বাণিজ্য বাধাগ্রস্ত করছে মন্তব্য করে তিনি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে এ অঞ্চলের দেশগুলো একসঙ্গে কাজ করার প্রতি গুরুত্ব আরোপ করেন।