ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সীমিত করার বিষয়ে ভারতের সিদ্ধান্ত নিয়ে বিবৃতি দিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসাক দার।
বিবিসি উর্দু জানায়, পাকিস্তানের একটি বেসরকারি চ্যানেলে তিনি বলেছেন, “ভারতের ঘোষণাগুলো শিশুসুলভ এবং এতে গুরুত্বের অভাব রয়েছে।”
“ভারত প্রতিটি ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং অতীতের মতো এবারও পাকিস্তানকে দোষারোপ করার চেষ্টা করা হয়েছে। আমরা বৈঠকে ভারতকে যোগ্য জবাব দেব, এই জবাব কম হবে না,” তিনি বলেছেন।
সিন্ধু পানি চুক্তি প্রসঙ্গে ইসাক দার বলেন, এই ইস্যুতে ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সমস্যা রয়েছে। ভারতের কাছে প্রমাণ থাকলে তা সামনে আনা উচিত।
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পাহলগামে সন্ত্রাসী হামলা হয়েছে। এই হামলায় ২৬ জন নিহত এবং বহু মানুষ আহত হয়।
এর পরে, ভারত সরকার পাকিস্তানের সঙ্গে কয়েক দশকের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তানি নাগরিকদের পহেলা মে এর মধ্যে ভারত ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।