মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২ নং গৌরীপুর ইউনিয়নের হিম্মত নগর গ্রামে শনিবার(১৯ এপ্রিল) দুপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা আমিরুল ইসলাম ওরফে হুকু’র (২৮) লাঠির আঘাতে চাচা আবেদ আলী (৭০) নিহত হয়েছেন। এ ঘটনায় আমিরুলের পিতা সাবু হোসেনকে (৬৫) গ্রেফতার করেছে গৌরীপুর থানার পুলিশ।
আবেদ আলীর নাতি মোঃ মামুন জানান, দীর্ঘদিন যাবত আবেদ আলীর তাঁর ছোট ভাই সাবু হোসেনের সাথে ৫ শতক জমি নিয়ে বিরোধ ছিল । এ নিয়ে দুই পরিবারে প্রায়ই ঝগড়াঝাটি লেগে থাকে। ঘটনার দিন দুপুর বেলা ঝগড়ার একপর্যায়ে আমিরুল লাঠি দিয়ে তার চাচা আবেদ আলীকে পিঠাতে থাকে। এসময় প্রতিবেশিরা তাঁকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত ডা. হারুন অর রশিদ জানান- হাসপাতালে আনার আগেই আবেদ আলী মারা গেছেন। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাযহারুল আনোয়ার বলেন- জমিসংক্রান্ত বিরোধের জেরে আবেদ আলীকে তার ভাই ও ভাতিজারা পিঠিয়েছে। একপর্যায়ে তিনি মৃত্যু বরণ করেন। এঘটনায় আবেদ আলীর ভাই সাবু হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
*সর্বশেষ সংবাদ *
ময়মনসিংহের গৌরীপুরে জমিসংক্রান্ত বিরোধে ভাতিজার হাতে চাচা খুন
-
রিপোর্টার
- Update Time : ০৬:১৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
- ১২ Time View
Tag :
জনপ্রিয় নিউজ