০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

ময়মনসিংহে আমৃত্যু সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ পাঁচ জন গ্রেফতার

  • রিপোর্টার
  • Update Time : ০৪:৫৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ৯ Time View

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আমৃত্যু সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল, আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামী উপজেলার পৌর শহরের দত্তপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর (২২), স্বামী হত্যা মামলার বাদী দীর্ঘদিন যাবত আদালতে গড় হাজির থাকায় মাইজবাগ ইউনিয়নের উত্তমপুর গ্রামের জিআর মামলার আসামী বেদেনা খাতুন (৫৪), কুমড়াশাসন গ্রামের সিআর মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত আসামী শাহ্‌জাহানের পুত্র রাকিব মিয়া (৩০), ৩শ গ্রাম গাঁজা সহ মাদক মামলার আসামী গৌরীপুর উপজেলার তেলিহাটি গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র নয়ন মিয়া (৩৫) এবং পুলিশ আইনের ৩৪ ধারায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মইখালী উত্তরপাড়া গ্রামের হাজী আব্দুর রউফ এর পুত্র সাদিক মোল্লা (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, জাহাঙ্গীর ২০১৬ সালের বহুল আলোচিত গাজীপুর জেলার জয়দেবপুর থানার চাঞ্চল্যকর টুটুল হত্যা মামলার আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামী। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পরে র‍্যাব-১৪ এর সহযোগিতায় তথ্য প্রযুক্তি ব্যবহারের করে শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর রাতে যৌথ অভিযান চালিয়ে নেত্রকোণা জেলার দূর্গাপুর থানা এলাকায় থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামী, সিআর মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত ও মাদক মামলার আসামীসহ মোট ৫ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানা পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

নির্বাচন কমিশন পূর্ণগঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইসির সামনে বিক্ষোভ করবে এনসিপি

ময়মনসিংহে আমৃত্যু সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ পাঁচ জন গ্রেফতার

Update Time : ০৪:৫৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আমৃত্যু সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল, আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামী উপজেলার পৌর শহরের দত্তপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর (২২), স্বামী হত্যা মামলার বাদী দীর্ঘদিন যাবত আদালতে গড় হাজির থাকায় মাইজবাগ ইউনিয়নের উত্তমপুর গ্রামের জিআর মামলার আসামী বেদেনা খাতুন (৫৪), কুমড়াশাসন গ্রামের সিআর মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত আসামী শাহ্‌জাহানের পুত্র রাকিব মিয়া (৩০), ৩শ গ্রাম গাঁজা সহ মাদক মামলার আসামী গৌরীপুর উপজেলার তেলিহাটি গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র নয়ন মিয়া (৩৫) এবং পুলিশ আইনের ৩৪ ধারায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মইখালী উত্তরপাড়া গ্রামের হাজী আব্দুর রউফ এর পুত্র সাদিক মোল্লা (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, জাহাঙ্গীর ২০১৬ সালের বহুল আলোচিত গাজীপুর জেলার জয়দেবপুর থানার চাঞ্চল্যকর টুটুল হত্যা মামলার আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামী। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পরে র‍্যাব-১৪ এর সহযোগিতায় তথ্য প্রযুক্তি ব্যবহারের করে শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর রাতে যৌথ অভিযান চালিয়ে নেত্রকোণা জেলার দূর্গাপুর থানা এলাকায় থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামী, সিআর মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত ও মাদক মামলার আসামীসহ মোট ৫ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানা পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।