মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের কাশিগঞ্জ হাজী ট্রেডার্স এর সামনের সড়কে দ্রুতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে মোঃ আব্দুল গনি মিয়া (৪২) নামে এক ব্যাক্তি ঘটনা স্থলেই নিহত হয়। নিহত গনি মিয়া তারাকান্দা উপজেলার দয়ারামপুর গ্রামের মৃত হাফেজ আব্দুল গফুরের ছেলে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজারের হাজী ট্রেডার্স এর সামনের সড়কে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ সুত্রে জানা যায় নেত্রকোনাগামী বালু বোঝাই একটি ট্রাক ময়মনসিংহ থেকে নেত্রকোনা যাওয়ার পথে তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজার অতিক্রম করার সময় ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারি মোঃ আব্দুল গনি মিয়াকে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। দূর্ঘটনার পর ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় স্থানীয় লোকজন সিএনজি যোগে ট্রাকটির পিছু নেয়, পরে শ্যামগঞ্জ কুমুদগঞ্জ এলাকায় ট্রাফিক বিভাগের কর্তব্যরত টিএসআই আসাদুজ্জামান , এএসআই ও দুই ট্রাফিক কনস্টেবল এবং স্থানীয় জনতার সহায়তায় পুলিশ ঘাতক ট্রাকটি ও ট্রাকের চালক রিয়াদ হাসানকে (২০) আটক করতে সক্ষম হয়। পরে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ।
শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে জানান দূর্ঘটনার পর লাশ উদ্ধার এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। ঘাতক ট্রাক চালক রিয়াদ হাসান (২০) কে তারাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ব্যাপারে তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।