০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

মেগা নিলামের পর আইপিএলের কোন দল কেমন হলো

  • আশিক
  • Update Time : ১০:০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ১৬ Time View

১৭ বছরের পুরো টুর্নামেন্টে ১৩ বছরের বৈভব সূর্যবংশীর হুট করে কোটিপতি হয়ে যাওয়া, পাঞ্জাবের লুধিয়ানায় জন্ম নেওয়া গুরজপনীত সিংয়ের চেন্নাইয়ে নতুন ঘর খুঁজে পাওয়া, যাবতীয় রেকর্ড ভেঙেচুরে ২৭ কোটি রুপি দাম নিয়ে ঋষভ পন্তের আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে যাওয়া—এবারের আইপিএল নিলাম এমন কত রোমাঞ্চকর গল্পেরই না জন্ম দিয়েছে! সৌদি আরবের জেদ্দায় ২৪-২৫ নভেম্বর হয়ে যায় এই মেগা নিলামে মোট বিক্রি হয়েছেন বিশ্বের ১৮২ জন খেলোয়াড়, যাঁদের কিনতে আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলে খরচ করেছে ৬৩৯ কোটি ১৫ লাখ রুপি।

মুম্বাই ইন্ডিয়ানস
স্কোয়াড: ২৩ জন
ভারতীয়: ১৫ জন
বিদেশি: ৮ জন

রিটেইনড (ধরে রাখা খেলোয়াড়): যশপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, তিলক বর্মা
নিলামে কেনা: ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, নমন ধীর, উইল জ্যাক, আল্লাহ গজনফর, মিচেল স্যান্টনার, রায়ান রিকেলটন, রিস টপলি, রবিন মিঞ্জ, কর্ণ শর্মা, বেভন জ্যাকবস, অশ্বিনী কুমার, কৃষ্ণান শ্রীজিৎ, অর্জুন টেন্ডুলকার, লিজাড উইলিয়ামস, ভিগনেশ পুথুর।

চেন্নাই সুপার কিংস
স্কোয়াড: ২৫ জন
ভারতীয়: ১৮ জন
বিদেশি: ৭ জন

রিটেইনড (ধরে রাখা খেলোয়াড়): রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড়, মাতিশা পাতিরানা, শিবম দুবে, এম এস ধোনি
নিলামে কেনা: নূর আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন, ডেভন কনওয়ে, খলিল আহমেদ, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠি, অংশুল কম্বোজ, স্যাম কারেন, গুরজপনীত সিং, নাথান এলিস, দীপক হুদা, জেমি ওভারটন, বিজয় শঙ্কর, বংশ বেদি, শ্রেয়াস গোপাল, সি আন্দ্রে সিদ্ধার্থ, রামকৃষ্ণ ঘোষ, শেখ রশিদ, মুকেশ চৌধুরী, কমলেশ নাগরকোটি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

সমাজসেবক, শিক্ষানুরাগী মো. জহিরুল হক স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মেগা নিলামের পর আইপিএলের কোন দল কেমন হলো

Update Time : ১০:০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

১৭ বছরের পুরো টুর্নামেন্টে ১৩ বছরের বৈভব সূর্যবংশীর হুট করে কোটিপতি হয়ে যাওয়া, পাঞ্জাবের লুধিয়ানায় জন্ম নেওয়া গুরজপনীত সিংয়ের চেন্নাইয়ে নতুন ঘর খুঁজে পাওয়া, যাবতীয় রেকর্ড ভেঙেচুরে ২৭ কোটি রুপি দাম নিয়ে ঋষভ পন্তের আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে যাওয়া—এবারের আইপিএল নিলাম এমন কত রোমাঞ্চকর গল্পেরই না জন্ম দিয়েছে! সৌদি আরবের জেদ্দায় ২৪-২৫ নভেম্বর হয়ে যায় এই মেগা নিলামে মোট বিক্রি হয়েছেন বিশ্বের ১৮২ জন খেলোয়াড়, যাঁদের কিনতে আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলে খরচ করেছে ৬৩৯ কোটি ১৫ লাখ রুপি।

মুম্বাই ইন্ডিয়ানস
স্কোয়াড: ২৩ জন
ভারতীয়: ১৫ জন
বিদেশি: ৮ জন

রিটেইনড (ধরে রাখা খেলোয়াড়): যশপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, তিলক বর্মা
নিলামে কেনা: ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, নমন ধীর, উইল জ্যাক, আল্লাহ গজনফর, মিচেল স্যান্টনার, রায়ান রিকেলটন, রিস টপলি, রবিন মিঞ্জ, কর্ণ শর্মা, বেভন জ্যাকবস, অশ্বিনী কুমার, কৃষ্ণান শ্রীজিৎ, অর্জুন টেন্ডুলকার, লিজাড উইলিয়ামস, ভিগনেশ পুথুর।

চেন্নাই সুপার কিংস
স্কোয়াড: ২৫ জন
ভারতীয়: ১৮ জন
বিদেশি: ৭ জন

রিটেইনড (ধরে রাখা খেলোয়াড়): রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড়, মাতিশা পাতিরানা, শিবম দুবে, এম এস ধোনি
নিলামে কেনা: নূর আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন, ডেভন কনওয়ে, খলিল আহমেদ, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠি, অংশুল কম্বোজ, স্যাম কারেন, গুরজপনীত সিং, নাথান এলিস, দীপক হুদা, জেমি ওভারটন, বিজয় শঙ্কর, বংশ বেদি, শ্রেয়াস গোপাল, সি আন্দ্রে সিদ্ধার্থ, রামকৃষ্ণ ঘোষ, শেখ রশিদ, মুকেশ চৌধুরী, কমলেশ নাগরকোটি।