০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

শতভাগ সফল হয়েও বন্ধ হচ্ছে তথ্য আপা প্রকল্প,কর্মীদের ক্ষোভ

  • রিপোর্টার
  • Update Time : ০৪:৫৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ৩৬ Time View

প্রতিবেদক:তথ্য প্রযুক্তির মাধ্যমে তৃণমূলে নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রশ্নে সচেতনতা তৈরি ও প্রশিক্ষণ এবং সার্বিক উন্নয়নে উপজেলা পর্যায়ে শুরু হয় তথ্যআপা কার্যক্রম।
প্রত্যন্ত অঞ্চলে অল্পদিনেই জনপ্রিয়তা পায় প্রকল্পটি। তবে দীর্ঘদিন যাবতই কর্মীরা দাবি করছেন, গুটিকয়েক কর্মকর্তার যোগসাজশে মাঠকর্মীরা নানা বঞ্চনা ও অবহেলাসহ বৈষম্যের শিকার। বিগত সরকারের কতিপয় প্রভাবশালীর ছত্রচ্ছায়ায় হেনস্তা চললেও এখনও সে পথেই হাঁটছেন দায়িত্বপ্রাপ্তরা।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে কর্মীরা দাবি করেন- নারী ও শিশুসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে প্রকল্পটি বাঁচিয়ে রাখা প্রয়োজন।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় প্রথমবার ২০১১ এবং ২য় পর্যায়ে ২০১৮ সালে শুরু হয় প্রকল্পটি।
৪৯২ উপজেলায় শতভাগ লক্ষ্য অর্জন ও শতকরা ৯০ ভাগ সফল দাবি করে তথ্য কর্মীরা -জুন ২০২৫ এ মেয়াদ শেষ হওয়ার ঘোষণার প্রতিবাদ জানান।
এরআগে কাজ চলা অবস্থায় বেতন বন্ধ, আউটসোর্সিং নিয়োগের পাঁয়তারাসহ নানা চক্রান্ত হয়েছে। এখন জুনে লক্ষ্যমাত্রা শেষের ঘোষণা দেয়ায় বেকার হয়ে পড়বেন ১ হাজার ৫০০ নারীসহ প্রায় ২ হাজার কর্মী।
সাবেক পিডিসহ কয়েকজন কর্মকর্তার অনিয়মের তদন্তেরও দাবি ওঠে মানববন্ধনে।
রাজস্ব খাতে স্থানান্তর করার আগে মেয়াদ বাড়ানোরও দাবি জানানো হয়।
বিগত সরকারের সময়ে যারা কলকাঠি নেড়ে তথ্যআপা প্রকল্পের বরাদ্দ এবং নাইটগার্ড পদ না থাকলেও বিল তুলে সরকারের অর্থ আত্মসাৎ করেছেন তাদেরও শাস্তি দাবি করেন ভুক্তভোগী কর্মীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

শতভাগ সফল হয়েও বন্ধ হচ্ছে তথ্য আপা প্রকল্প,কর্মীদের ক্ষোভ

Update Time : ০৪:৫৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

প্রতিবেদক:তথ্য প্রযুক্তির মাধ্যমে তৃণমূলে নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রশ্নে সচেতনতা তৈরি ও প্রশিক্ষণ এবং সার্বিক উন্নয়নে উপজেলা পর্যায়ে শুরু হয় তথ্যআপা কার্যক্রম।
প্রত্যন্ত অঞ্চলে অল্পদিনেই জনপ্রিয়তা পায় প্রকল্পটি। তবে দীর্ঘদিন যাবতই কর্মীরা দাবি করছেন, গুটিকয়েক কর্মকর্তার যোগসাজশে মাঠকর্মীরা নানা বঞ্চনা ও অবহেলাসহ বৈষম্যের শিকার। বিগত সরকারের কতিপয় প্রভাবশালীর ছত্রচ্ছায়ায় হেনস্তা চললেও এখনও সে পথেই হাঁটছেন দায়িত্বপ্রাপ্তরা।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে কর্মীরা দাবি করেন- নারী ও শিশুসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে প্রকল্পটি বাঁচিয়ে রাখা প্রয়োজন।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় প্রথমবার ২০১১ এবং ২য় পর্যায়ে ২০১৮ সালে শুরু হয় প্রকল্পটি।
৪৯২ উপজেলায় শতভাগ লক্ষ্য অর্জন ও শতকরা ৯০ ভাগ সফল দাবি করে তথ্য কর্মীরা -জুন ২০২৫ এ মেয়াদ শেষ হওয়ার ঘোষণার প্রতিবাদ জানান।
এরআগে কাজ চলা অবস্থায় বেতন বন্ধ, আউটসোর্সিং নিয়োগের পাঁয়তারাসহ নানা চক্রান্ত হয়েছে। এখন জুনে লক্ষ্যমাত্রা শেষের ঘোষণা দেয়ায় বেকার হয়ে পড়বেন ১ হাজার ৫০০ নারীসহ প্রায় ২ হাজার কর্মী।
সাবেক পিডিসহ কয়েকজন কর্মকর্তার অনিয়মের তদন্তেরও দাবি ওঠে মানববন্ধনে।
রাজস্ব খাতে স্থানান্তর করার আগে মেয়াদ বাড়ানোরও দাবি জানানো হয়।
বিগত সরকারের সময়ে যারা কলকাঠি নেড়ে তথ্যআপা প্রকল্পের বরাদ্দ এবং নাইটগার্ড পদ না থাকলেও বিল তুলে সরকারের অর্থ আত্মসাৎ করেছেন তাদেরও শাস্তি দাবি করেন ভুক্তভোগী কর্মীরা।