নিজস্ব প্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কৃতী সন্তান মরহুম জহিরুল হক স্মরণে দোয়া, আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে রাবেয়া আল নূর মসজিদ। বরিশালের হিজলা উপজেলার পশ্চিম কোড়ালিয়া গ্রামের মসজিদে বাদ মাগরিব এ আয়োজনে শরিক হন স্থানীয়রা।
মসজিদের সভাপতি আবুবকর সরদার, সহ-সভাপতি মোস্তফা বেপারী,
কোষাধ্যক্ষ মো. মনির হোসেন বেপারী,
সহসাধারণ সম্পাদক আবদুল মজিদ মাঝি, পরিচালনা পরিষদ সদস্য শাকিল বয়াতীসহ অন্যরা আলোচনায় অংশ নেন। তারা বলেন, রাবেয়া আল নুর ইসলামি কমপ্লেক্সের উপদেষ্টা আবদুল্লাহ আল মামুনের পিতার মৃত্যুতে সকলে গভীর শোকাহত। মরহুমের জন্য দোয়া ও পরিবারের প্রতি সমবেদনা জানান তারা। সংক্ষিপ্ত আলোচনায় মনির হোসেন বেপারী মরহুম জহিরুল হকের পরোপকার, শিক্ষানুরাগ, ও সামাজিক সাংস্কৃতিক কাজে অংশগ্রহণের নানাদিক তুলে ধরেন। সুদূর ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসী হয়েও বরিশালের গুয়াবাড়িয়ায় গড়ে ওঠা প্রতিষ্ঠানে আবদুল্লাহ আল মামুন ও তার পিতাসহ পরিবারের সমর্থন ও সহযোগিতার কারণে কৃতজ্ঞতা জানান তারা।
আলহাজ্ব জহিরুল হক ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের জন্য উপকারী মনোভাব ও সাধারণ জীবনযাপন করেছেন বলেও উল্লেখ করেন তারা।
সেবার মনোভাব কোন সীমানা মানে না- এর আদর্শ উদাহরণ জহিরুল হকের পরিবার।
পরে এলাকাবাসীসহ মরহুমের পরকালীন জীবনে শান্তির জন্য দোয়া করেন মুসল্লিরা।
জহিরুল হক গত রোববার রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়ার নিজ বাড়িতে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। তাঁর জন্য দোয়া চেয়েছেন জার্মান প্রবাসী উদ্যোক্তা আবদুল্লাহ আল মামুন।