স্টাফ রিপোর্টার:বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ হাচান মাহমুদ সরদার আর নেই (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন)।
আজ ২৯ শেষ মার্চ শনিবার আনুমানিক বিকাল ৪.১৫ মিনিটে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এ সময় তিনি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিয়ে আসছিলেন।
এ বিষয়ে শনিবার (২৯ মার্চ ) বিকেলে তার ছোট ভাই জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) হিজলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল হাকিমের সঙ্গে কথা হলে তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, মরদেহ নিয়ে ঢাকা থেকে হিজলার উদ্দেশ্য রওনা দেওয়া হয়েছে।আগামীকাল পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।
হাচান মাহমুদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।