উপজেলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার সরকারি সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ আয়োজন করা হয়। দলীয় নেতা-কর্মী ও স্থানীয়রাও এসময় উপস্থিত ছিলেন। উপজেলা বি এন পির আহ্বায়ক আবদুল গাফফার তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল ৪ আসনের ( হিজলা-মেহেন্দীগঞ্জ) সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ ও বিশেষ অতিথি ছিলেন, বরিশাল উত্তর জেলা বি এন পির আহ্বায়ক দেওয়ান মোঃ শহিদুল্লাহ,দক্ষিণ জেলা বি এন পির সাবেক সভাপতি এবায়েদুল হক চান, মেহেন্দীগঞ্জ উপজেলা বি এন পির সাবেক সভাপতি রফিকুল ইসলাম লাবু, উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক নুরুল আমিন, বরিশাল উত্তর জেলা কৃষকদলের সভাপতি নলী মোঃ জামাল উদ্দিন, উপজেলা বি এন পির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আলম রাজু, মহিলা দলের সভানেত্রী হাওয়ানুর চৌধুরী, উপজেলা বি এন পির সাবেক যুগ্ম আহ্বায়ক বেল্লাল জমাদ্দার, উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন.স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির রায়হান, বড়জালিয়া ইউনিয়ন বি এন পির আহ্বায়ক স.ম হুমায়ুনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
গণমানুষের কাছে দলের ভাবমূর্তি রক্ষায় ও জাতীয়তাবাদী নেতৃত্ব প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
ইফতার দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি মেজবাহ উদ্দিন ফরহাদ তার বক্তব্য বলেন আগামী তে বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে আমরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে দেশের উন্নয়ন করবো। তিনি বলেন, দেশি-বিদেশি কুচক্রী মহল বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন তারেক রহমানের নির্দেশ সকল ষড়যন্ত্র কে মোকাবিলা করে এই সরকারকে সফল করার মধ্য দিয়ে আগামী দিনে এদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান মোবাইল ফোনে উপস্থিত নেতাকর্মীদের সাথে ইফতার পূর্বে কুশলবিনিময় করেন।
ইফতার মাহফিল শেষে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।