ছাত্র-জনতার অভ্যত্থানের পর মানুষ নতুন করে মুক্তবৃদ্ধির চর্চাকে আবার ফিরে পেয়েছে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলো আবু সাঈদের পরিবার
প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ বিপ্লবের মাধ্যমে ছাত্র-শিক্ষক সমাজ তাদের চিন্তার স্বাধীনতা, মুক্তবুদ্ধির চর্চাকে আবার ফিরে পেয়েছেন। এর সঙ্গে এখন বিশ্ব-বিজ্ঞানে অবদান রাখার সক্ষমতাকেও যোগ করতে হবে। আকাঙ্খাকে উচ্চে রেখে দৈনন্দিন পঠন-পাঠন গবেষণার মাধ্যমেই সেটি অর্জিত হয়। ১৯২৪ সালে বসুর আবিষ্কারের পরিবেশ ওভাবে গড়ে ওঠেছিল, আজও সেভাবেই গড়ে উঠবে। এর কোনো বিকল্প নেই।’
সেমিনারে বিশ্বমানের গবেষণা বাড়ানোর তাগিদ দিয়ে ড. ইউনূস বলেন, ‘বিজ্ঞান চর্চাকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সংস্কার করতে সরকার বদ্ধপরিকর। এজন্য সংশ্লিষ্ট সবার কাছ থেকে সংস্কারের চাহিদা নিয়ে কাজ করা হবে।’
তিনি আরও বলেন, ‘নিজের ওপর আস্থা থাকলে এটি আমরা পারব। সব সময় আমাদের মনে আস্থার বিশ্বাস সৃষ্টি করতে হবে যে আমাদের যেন বিশ্বের কাছে যেতে না হয়, বিশ্ব যেন আমাদের কাছেও আসে।’
1 thought on “বিশ্বই যেন বাংলাদেশের কাছে আসে সেভাবেই দেশকে গড়তে হবে : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস”
হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের সেমিনারে