০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

কর ফাঁকির মামলা থেকে খালাস পেয়েছেন তারেক রহমান

  • তন্ময়
  • Update Time : ০৯:৫৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ১০ Time View

১৬ বছর আগে করা কর ফাঁকির মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বিশেষ জজ আদালত-১০–এর বিচারক রেজাউল করিম আজ বুধবার এ আদেশ দেন।

এ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ মোয়াজ্জম হোসেন প্রথম আলোকে বলেন, ২০০৮ সালে করা কর ফাঁকির মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত। বছরের পর বছর মামলাটি ঝুলে থাকলেও কোনো সাক্ষী আদালতে হাজির করেনি রাষ্ট্রপক্ষ। তিনি পিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর একজন সাক্ষীকে আদালতে হাজির করেন।

আইনজীবী ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কর ফাঁকি দেওয়ার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২০০৮ সালের ২৮ জুলাই মামলা করেন ঢাকার কর অঞ্চল-৬–এর তৎকালীন উপ–কর কমিশনার সামিয়া আক্তার। মামলায় তাঁর বিরুদ্ধে ২৬ লাখ টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

বাংলাদেশ থেকে স্টারলিংক সংযোগ নেওয়া যাবে যেভাবে

কর ফাঁকির মামলা থেকে খালাস পেয়েছেন তারেক রহমান

Update Time : ০৯:৫৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

১৬ বছর আগে করা কর ফাঁকির মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বিশেষ জজ আদালত-১০–এর বিচারক রেজাউল করিম আজ বুধবার এ আদেশ দেন।

এ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ মোয়াজ্জম হোসেন প্রথম আলোকে বলেন, ২০০৮ সালে করা কর ফাঁকির মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত। বছরের পর বছর মামলাটি ঝুলে থাকলেও কোনো সাক্ষী আদালতে হাজির করেনি রাষ্ট্রপক্ষ। তিনি পিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর একজন সাক্ষীকে আদালতে হাজির করেন।

আইনজীবী ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কর ফাঁকি দেওয়ার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২০০৮ সালের ২৮ জুলাই মামলা করেন ঢাকার কর অঞ্চল-৬–এর তৎকালীন উপ–কর কমিশনার সামিয়া আক্তার। মামলায় তাঁর বিরুদ্ধে ২৬ লাখ টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়।