১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের দাবি চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের

  • রিপোর্টার
  • Update Time : ০৬:৩৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • ৪ Time View

স্টাফ রিপোর্টার :দেশ দীর্ঘদিন নির্বাচনহীন থাকুক, তা চায় না ইসলামী আন্দোলন। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে— এমন মন্তব্য করেছেন ইসলামি শাসনতন্ত্রের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। শুক্রবার (৭ মার্চ) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিভিন্ন রাজনৈতিক দল ও বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সম্মানে ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিগত সময়ে রাজনৈতিক সদিচ্ছার অভাব ও অসুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার কারণে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। ফলে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল।আমারা চাইনা আবার দেশে স্বৈরশাসক কেউ ক্ষমতায় আসুক। আমরা আগের অবস্থায় ফিরে যেতে চাই না। তাই সংস্কার অপরিহার্য। কিন্তু প্রয়োজনীয় সংস্কার না হলে আগের মতোই অবস্থা হবে। এ সময় বাংলাদেশের বর্তমান সংবিধানকে সমস্যাজনক বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সংস্কার অপরিহার্য। প্রয়োজনীয় সংস্কার না হলে আগের মতোই অবস্থা হবে। জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন হবে বলেও মন্তব্য করেন তিনি।

ইফতার অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনেতিক দলের নেতারা অংশ নেন। এছাড়া, ভারত, পাকিস্তান, চীনসহ বেশি কয়েকটি দেশের কূটনীতিকরাও এতে অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের দাবি চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের

Update Time : ০৬:৩৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫

স্টাফ রিপোর্টার :দেশ দীর্ঘদিন নির্বাচনহীন থাকুক, তা চায় না ইসলামী আন্দোলন। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে— এমন মন্তব্য করেছেন ইসলামি শাসনতন্ত্রের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। শুক্রবার (৭ মার্চ) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিভিন্ন রাজনৈতিক দল ও বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সম্মানে ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিগত সময়ে রাজনৈতিক সদিচ্ছার অভাব ও অসুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার কারণে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। ফলে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল।আমারা চাইনা আবার দেশে স্বৈরশাসক কেউ ক্ষমতায় আসুক। আমরা আগের অবস্থায় ফিরে যেতে চাই না। তাই সংস্কার অপরিহার্য। কিন্তু প্রয়োজনীয় সংস্কার না হলে আগের মতোই অবস্থা হবে। এ সময় বাংলাদেশের বর্তমান সংবিধানকে সমস্যাজনক বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সংস্কার অপরিহার্য। প্রয়োজনীয় সংস্কার না হলে আগের মতোই অবস্থা হবে। জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন হবে বলেও মন্তব্য করেন তিনি।

ইফতার অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনেতিক দলের নেতারা অংশ নেন। এছাড়া, ভারত, পাকিস্তান, চীনসহ বেশি কয়েকটি দেশের কূটনীতিকরাও এতে অংশ নেন।