জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদ আওয়ামী লীগের রাজনীতি করার কোনও অধিকার নেই। দলটির কার্যক্রম নিষিদ্ধ করা এখন বাংলাদেশের মানুষের দাবি।
সোমবার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর জুরাইন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সাবেক এই উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের বিষয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আগেও বলেছি, এখনও বারবার করে বলছি— এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনও অধিকার নেই। বাংলার মাটিতে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। ৫ আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ও মুজিববাদের বিরুদ্ধে রায় দিয়েছে।
নাহিদ ইসলাম বলেন, এখন প্রশ্ন হলো, সেই রায় কীভাবে কার্যকর হবে? এটি আলোচনার বিষয়। যেহেতু বিচার প্রক্রিয়া চলছে, আমরা বিচারব্যবস্থার প্রতি আস্থাশীল। রাজনৈতিক ঐকমত্য এবং ন্যায়বিচারের মাধ্যমেই আওয়ামী লীগের নিষিদ্ধকরণের বিষয়টি চূড়ান্ত হবে।
আওয়ামী লীগের বিচারের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এই শহীদ পরিবারগুলোর সামনে আমরা মুখ তুলে দাঁড়াতে পারবো না, যদি তাদের ন্যায়বিচার নিশ্চিত না করতে পারি। সরকার থেকে বিভিন্ন সহযোগিতা দেওয়া হলেও, শহীদ পরিবারগুলোর কাছে সেটি বড় বিষয় নয়। তাদের প্রধান দাবি— ন্যায়বিচার।কারন গণহত্যার বিচার না করতে পারলে শহীদের আত্মা কষ্ট পাবে।