নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত স্টিল খাতের এসএসএসএল ২০২৩-২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ঘোষণা অনুসারে একজন বিনিয়োগকারী প্রতি শেয়ারের বিপরীতে ২০ পয়সা ক্যাশ ডিভিডেন্ড পাবেন। কিন্তু সামান্য সেই ডিভিডেন্ডও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের দিতে পারেনি। যার কারণে কোম্পানিটির শেয়ারের স্থান হয়েছে এখন ‘জেড’ ক্যাটাগরিতে।
আরও পড়ুন
পাচারের টাকা ফিরিয়ে আনতে সরকার আন্তরিক, আগামী সপ্তাহে আইন পাশ
শেয়ারবাজারে তালিকা ভুক্ত এই কোম্পানি গত ৩১ শে ডিসেম্বর ২০২৪ ইং তারিখে কোম্পানির এজিএম করে।নিয়ম অনুযায়ী সাধারণ সভার পরেই শেয়ারহোল্ডারদের হিসাবে ডিভিডেন্ড এর টাকা চলে যাওয়ার কথা।তবে ২০২৩-২৪ অর্থবছরের ঘোষিত ২ শতাংশ ডিভিডেন্ড এখনও শেয়ারহোল্ডারদের দেওয়া হয়নি। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ২০ পয়সা। তাদের পাওনা ডিভিডেন্ড পেতে দেরি দেখছেন। গত ৩১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভায় ক্যাশ ডিভিডেন্ড অনুমোদিত হওয়ার পরও এটি সময়মতো বিতরণ করা হয়নি।
এদিকে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ি, নির্ধারিত সময়ের মধ্যে শেয়ারহোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড বিতরণ না করায় কোম্পানিটির শেয়ার বি ক্যাটাগরি হতে গত ১২ ফেব্রুয়ারিতে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে।
এই ব্যাপারে কোম্পানির শেয়ার বিভাগে ফোন দিয়ে ও কোন উত্তর পাওয়া যায়নি।সাধারণ বিনিয়োগকারীদের সাথে আলাপ করে জানা যায়,ডিভিডেন্ড দিতে ব্যার্থ কোম্পানি এই জন্য শাস্তি হতে পারে কোম্পানির পরিচালকদের, এইখানে সাধারণ শেয়ারহোল্ডাদের কেন লেস হবে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারহোল্ডারদের মধ্যে ঘোষিত ডিভিডেন্ড বিতরণ না করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ব্যর্থতা বা গাফিলতির পরিচয় দিয়েছেন। কিন্তু এর খেসারত দিতে হচ্ছে বিনিয়োগকারীদের। কারণ কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়ায় এর দাম কমে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন শেয়ারহোল্ডাররা।