০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

জামায়াত ইসলামি দেশ সেবার সুযোগ পায়,তাহলে দেশকে দুর্নীতি মুক্ত ঘোষণা করা হবে:ডাঃ আব্দুল্লাহ তাহের

  • রিপোর্টার
  • Update Time : ০৩:৩৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • ৭ Time View

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, দেশে স্থায়ী পরিবর্তন করতে হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ সবার আগে গড়তে হবে। একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করতে হবে।এদেশের জনগণ যদি জামায়াত কে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেয় তাহলে আমাদের প্রধান টার্গেট থাকবে দেশকে দুর্নীতি মুক্ত করা।আমাদের সম্পদ যদি সঠিক ভাবে ব্যাবহার করতে পারি তাহলে অচিরেই বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।

 

তিনি বলেন, অবশ্যই বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে পারবে। জামায়াত একটি শিক্ষিত জাতিভিত্তিক সংস্কৃতি গড়তে চায়। একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়। আমরা সবার আগে দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই।

বৃহস্পতিবার (০৬ মার্চ) বিকেলে রাজধানীর ইসকাটনস্থ লেডিস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী  ঢাকা মহানগর দক্ষিণ শাখার  উদ্যোগে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, রোজা আমাদের মুক্তির একটা মাধ্যম। মুসলিম জাতি হলো শ্রেষ্ঠ জাতি। যাদেরকে মানবজাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। আজকে রোজার মাসে আমরা নিজেদের সর্বোত্তম মানুষ হিসেবে গড়ে তুলতে পারি সেটাই হোক লক্ষ্য। তিনি বলেন, আত্মত্যাগ ও সাম্যের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন,সাংবাদিকতা হলো ন্যায়ের প্রতিক।আপনারা  সত্য তুলে ধরবেন। যা খুশি তাই লিখবেন না। আপনার লেখার কারণে অনেক কিছুই ঘটে।আপনাদের নিকট সঠিক সংবাদের আশায় জনগণ অপেক্ষা করে।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, প্রতিকূলতার কারণ বিগত বছরে আমরা ঠিকমতো ইফতার মাহফিল করতে পারিনি। ভিন্ন ভিন্ন নামে করতে হয়েছিলো। আজকে চলমান পরিস্থিতিতে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথে এগিয়ে যাবো। বিশেষ করে শহীদদের দেখানো পথে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।এজন্য আমাদের সকলের মানসিকতা পরিবর্তন করতে হবে।

 

ঢাকা দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন দৈনিক সংগ্রামের সাবেক সম্পাদক আবুল আসাদ, বর্তমান সম্পাদক আযম মীর শাহিদুল আহসান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আব্দুল্লাহ, নিউ নেশনের সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক সালাহউদ্দিন বাবর, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, ঢাকা দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন প্রমুখ। এছাড়া ডিবিসি চ্যানেলের সম্পাদক লোটন একরাম, নিউ নেশনের সম্পাদক মোকারর, হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়াসহবিভিন্ন গণমাধ্যমে কর্মরত শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

জামায়াত ইসলামি দেশ সেবার সুযোগ পায়,তাহলে দেশকে দুর্নীতি মুক্ত ঘোষণা করা হবে:ডাঃ আব্দুল্লাহ তাহের

Update Time : ০৩:৩৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, দেশে স্থায়ী পরিবর্তন করতে হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ সবার আগে গড়তে হবে। একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করতে হবে।এদেশের জনগণ যদি জামায়াত কে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেয় তাহলে আমাদের প্রধান টার্গেট থাকবে দেশকে দুর্নীতি মুক্ত করা।আমাদের সম্পদ যদি সঠিক ভাবে ব্যাবহার করতে পারি তাহলে অচিরেই বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।

 

তিনি বলেন, অবশ্যই বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে পারবে। জামায়াত একটি শিক্ষিত জাতিভিত্তিক সংস্কৃতি গড়তে চায়। একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়। আমরা সবার আগে দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই।

বৃহস্পতিবার (০৬ মার্চ) বিকেলে রাজধানীর ইসকাটনস্থ লেডিস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী  ঢাকা মহানগর দক্ষিণ শাখার  উদ্যোগে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, রোজা আমাদের মুক্তির একটা মাধ্যম। মুসলিম জাতি হলো শ্রেষ্ঠ জাতি। যাদেরকে মানবজাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। আজকে রোজার মাসে আমরা নিজেদের সর্বোত্তম মানুষ হিসেবে গড়ে তুলতে পারি সেটাই হোক লক্ষ্য। তিনি বলেন, আত্মত্যাগ ও সাম্যের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন,সাংবাদিকতা হলো ন্যায়ের প্রতিক।আপনারা  সত্য তুলে ধরবেন। যা খুশি তাই লিখবেন না। আপনার লেখার কারণে অনেক কিছুই ঘটে।আপনাদের নিকট সঠিক সংবাদের আশায় জনগণ অপেক্ষা করে।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, প্রতিকূলতার কারণ বিগত বছরে আমরা ঠিকমতো ইফতার মাহফিল করতে পারিনি। ভিন্ন ভিন্ন নামে করতে হয়েছিলো। আজকে চলমান পরিস্থিতিতে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথে এগিয়ে যাবো। বিশেষ করে শহীদদের দেখানো পথে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।এজন্য আমাদের সকলের মানসিকতা পরিবর্তন করতে হবে।

 

ঢাকা দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন দৈনিক সংগ্রামের সাবেক সম্পাদক আবুল আসাদ, বর্তমান সম্পাদক আযম মীর শাহিদুল আহসান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আব্দুল্লাহ, নিউ নেশনের সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক সালাহউদ্দিন বাবর, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, ঢাকা দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন প্রমুখ। এছাড়া ডিবিসি চ্যানেলের সম্পাদক লোটন একরাম, নিউ নেশনের সম্পাদক মোকারর, হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়াসহবিভিন্ন গণমাধ্যমে কর্মরত শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।