০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
ফের নিষেধাজ্ঞার কবলে পাকিস্তান

পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

  • রিপোর্টার
  • Update Time : ০৫:২৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ কর্মসূচি তদারককারী রাষ্ট্র-মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থাও নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

স্থানীয় সময় বুধবার এই ঘোষণা দেওয়া হয়।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর ফলে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটির দূরপাল্লার ব্যালিস্টিক-ক্ষেপণাস্ত্র কর্মসূচি ব্যাহত হতে পারে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, একটি নির্বাহী আদেশের অধীনে ‘গণবিধ্বংসী অস্ত্র এবং সেগুলো সরবরাহের উপায়গুলোকে লক্ষ্য করে’ পাকিস্তানের জাতীয় উন্নয়ন কমপ্লেক্স এবং তিনটি সংস্থার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আরও পড়ুন

এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে থাকা সংশ্লিষ্ট সংস্থার যেকোনো সম্পত্তি জব্দ হবে এবং আমেরিকানদের সঙ্গে তারা ব্যবসাও করতে পারবে না।

এদিকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতার দিকে ইঙ্গিত করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ ‘দুর্ভাগ্যজনক ও পক্ষপাতদুষ্ট’ এবং ‘সামরিক অসামঞ্জস্যতা জোরদার করার লক্ষ্যে’ আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষতি করবে।

স্টেট ডিপার্টমেন্টের একটি ফ্যাক্টশিটে বলা হয়েছে, দূরপাল্লার ব্যালিস্টিক-মিসাইল প্রোগ্রাম এবং ক্ষেপণাস্ত্র-পরীক্ষার সরঞ্জামের জন্য উপাদানগুলো পেতে চেয়েছে ইসলামাবাদ-ভিত্তিক এনডিসি। এবং এনডিসি ‘পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়নের জন্য দায়ী’, যার মধ্যে শাহীন সিরিজের ক্ষেপণাস্ত্র রয়েছে।

পরমাণু বিজ্ঞানীদের গবেষণা সংস্থার বুলেটিন বলছে, শাহীন সিরিজের ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক সুজাউদ্দিন

ফের নিষেধাজ্ঞার কবলে পাকিস্তান

পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

Update Time : ০৫:২৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ কর্মসূচি তদারককারী রাষ্ট্র-মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থাও নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

স্থানীয় সময় বুধবার এই ঘোষণা দেওয়া হয়।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর ফলে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটির দূরপাল্লার ব্যালিস্টিক-ক্ষেপণাস্ত্র কর্মসূচি ব্যাহত হতে পারে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, একটি নির্বাহী আদেশের অধীনে ‘গণবিধ্বংসী অস্ত্র এবং সেগুলো সরবরাহের উপায়গুলোকে লক্ষ্য করে’ পাকিস্তানের জাতীয় উন্নয়ন কমপ্লেক্স এবং তিনটি সংস্থার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আরও পড়ুন
গাজায় ইসরাইলি বর্বরতা বন্ধে সম্মিলিত পদক্ষেপের আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনুছের

এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে থাকা সংশ্লিষ্ট সংস্থার যেকোনো সম্পত্তি জব্দ হবে এবং আমেরিকানদের সঙ্গে তারা ব্যবসাও করতে পারবে না।

এদিকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতার দিকে ইঙ্গিত করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ ‘দুর্ভাগ্যজনক ও পক্ষপাতদুষ্ট’ এবং ‘সামরিক অসামঞ্জস্যতা জোরদার করার লক্ষ্যে’ আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষতি করবে।

স্টেট ডিপার্টমেন্টের একটি ফ্যাক্টশিটে বলা হয়েছে, দূরপাল্লার ব্যালিস্টিক-মিসাইল প্রোগ্রাম এবং ক্ষেপণাস্ত্র-পরীক্ষার সরঞ্জামের জন্য উপাদানগুলো পেতে চেয়েছে ইসলামাবাদ-ভিত্তিক এনডিসি। এবং এনডিসি ‘পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়নের জন্য দায়ী’, যার মধ্যে শাহীন সিরিজের ক্ষেপণাস্ত্র রয়েছে।

পরমাণু বিজ্ঞানীদের গবেষণা সংস্থার বুলেটিন বলছে, শাহীন সিরিজের ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম।