স্টাফ রিপোর্টার:রমজান মাসে ঢাকা মহানগরীর সব সিএনজি স্টেশন প্রতিদিন দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাড়ে চার ঘণ্টা বন্ধ রাখা হবে। বুধবার (৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
গত বছর রমজানে স্টেশনগুলো বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল।
গত ১ জানুয়ারি থেকে সিএনজি স্টেশন বন্ধের সময় কমিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত করা হয়েছিল।